এই ফায়ার আগ্নেয়অস্ত্র গুলো অত্যান্ত একুরেট। কয়েক কিমিঃ দূর থেকে এটি লক্ষভেদ করতে সক্ষম, এর RPM( Round Per Minute) কম হলেও একদম নিখুত। যুদ্ধক্ষেত্রে টাওয়ারের উপর থেকে এর কার্যক্রম চালানো হয়। সেনাবাহিনীতে বিশেষ স্নাইপার টিম থাকে। মুখে বলা যতটা সহজ এটি চালানো অতটা সহজ না, উচ্চতর প্রশিক্ষনের প্রয়োজন হয় কারন একচুল পরিমান এদিক ওদিক হলেই টার্গেট মিস, মোট কথা চালাতে বুদ্ধির এবং ভালো এইমের দরকার হয়। আধুনিক স্নাইপার গুলোর রেঞ্জ ২০০০মিঃ- ৫০০০মিঃ পর্যন্ত হয়। তো দেখে আসি বেশ কিছু জনপ্রিয় স্নাইপার রাইফেল...........
Two; rifle breaks down into two parts for transport and fits into two backpacks weighing 15kg each, one containing the weapon receiver section, while the other contains the barrel and ammunition
Grenade Launchers
গ্রেনেড লাঞ্চার সাথে অনেকেই পরিচিত নয়। এটি মুলত যুদ্ধক্ষেত্রের অস্ত্র এবং বিপুল বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন। শত্রু পক্ষের ট্যাঙ্ক, বিমান, জাহাজ অথবা বাঙ্কার উড়াতে এর জুড়ি নেই। তালেবানদের তো অত্যান্ত প্রিয় অস্ত্র এটি, এদের হাতে RPG লাঞ্চারটি অনেকেই দেখে থাকবেন। এর সাহায্যে গ্রেনেড অনেক দূরে নিখুঁত ভাবে নিক্ষেপ করা যায়। সারকথা অনেক ডেঞ্জারাস অস্ত্র। এতে সাধারনত Impact Grenade ব্যবহৃত হয়।
Name:- RPG 7
Specification:-
Weight
7 kg (15 lb)
Length
950 mm (37.4 in)
Caliber
85mm
Muzzle velocity
115 m/s
Effective range
200m
Maximum range
~ 920 m (1000 yd) (self detonates)
Sights
PGO-7 (2.7x) and UP-7V Telescopic sight)
Red Dot on Picatinny Rails
Name:- 25mm XM25
Specification:-
Weight
6.35 kg (14.0 lb) empty
Length
737 mm (29.0 in)
Cartridge
25 × 40 mm
Muzzle velocity
690 ft/s (210 m/s)
Effective range
550 yd (500 m) for point targets, 765 yd (700 m) for area targets
Maximum range
1,100 yd (1,000 m)
Name:- 40 mm HK GMG (Grenade Machine Gun)
Specification:-
Weight
28.8 kg Gun, 10.7 kg tripod and 8 kg softmount.
Length
1090 mm
Barrel length
415 mm
Width
226 mm (without ammunition box)
Height
208 mm
Cartridge
40x53 mm
Action
Recoil-operated blowback
Rate of fire
350 rounds/min
Muzzle velocity
241 m/s
Effective range
1500 m
Maximum range
2200 m
Feed system
32-round disintegrating, closed-link belt
Sights
Reflex sight and back-up leaf sight
Name:- Milkor MGL
Specification:-
Weight
5.3 kg (11.68 lb)
Length
778 mm (30.6 in) stock extended / 565 mm (22.2 in) stock folded (MGL)
812 mm (32.0 in) stock extended / 711 mm (28.0 in) stock folded (MGL-140)
775 mm (30.5 in) stock extended / 674 mm (26.5 in) stock folded (MGL-105)
756 mm (29.8 in) stock extended / 676 mm (26.6 in) stock folded (XRGL40)
Barrel length
300 mm (11.8 in) (MGL)
260 mm (10.2 in) (XRGL40)
Cartridge
40x46mm grenade
40x51mm grenade (XRGL40)
Action
Double action
Rate of fire
3 rounds/sec (MGL) (rapid fire)
2 rounds/sec (XRGL40) (rapid fire)
18-21 rounds/min (sustained)
Muzzle velocity
76 m/s (249 ft/s) (MGL)
125 m/s (410.1 ft/s) (XRGL40)
Effective range
375 m
800 m (ERLP ammunition)
Maximum range
400 m
Feed system
6-Round, Revolving, Swing Out-Type Cylinder
Sights
Armson OEG reflex sight in quadrant
Name:- Carl Gustav
Specification:-
Weight
8.5 kg (rifle); 0.8 kg mount
Length
1.1 meters
Crew
Two (gunner and loader), but may be used by a single operator at a reduced rate of fire.
Cartridge
84×246 mm R
Caliber
84 mm (3.31 inches)
Rate of fire
6 rounds per minute
Muzzle velocity
230–255 m/s
Feed system
Hinged breech
Sights
Open (iron) sights; optical 3x; laser rangefinder; image intensification system
Machine Guns
মেশিনগান!!!!!!!! নামটা শুনলেই কেমন যেন শরীর শিহরিত হয়ে উঠে, নামটা সবারই জানা।অস্ত্রের দুনিয়ার রাজা হচ্ছে এই মেশিনগান। এর বিধ্বংসী ক্ষমতার কথা আপনি কল্পনাও করতে পারবেন না। মিনিটে প্রায় ১৫০০-২০০০ রাউন্ড ( ১টি বুলেট=১রাউন্ড) .50BMG ক্যালিবার এর বুলেটের শক্তি যে কত তা সহজে অনুমেয় নয়। হেভি মেশিনগান গুলো ২মিনিটেই একটি একতালা কংক্রিটের বাড়ি পুরো ধংস করে দিতে সক্ষম, সামান্য লাইট মেশিনগান গুলোই একটি হেলিকপ্টার ভুপাতিত করতে সক্ষম। এর ব্রাশফায়ার এর সামনে অন্য পক্ষের সৈনিক দল পাখির মত মারা পরে। সবাই কিন্তু এটি হেন্ডেল করতে পারেনা। বেশ শক্ত সামর্থ ব্যাক্তির দরকার হয়, কারন সামান্য লাইট মেশিনগান গুলোর ওজন হয় ৮-১০কেজির উপর আর এটি চালানোর সময় প্রচন্ড ব্যাক থ্রাস্ট সবাই সহ্য করতে পারেনা, এটি চালাতে গিয়ে হাত পা ভেঙ্গেছে এমন নজির অনেক আছে। তাই এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে সেনা বাহিনীরাই ব্যবহার করে এবং যুদ্ধ ক্ষেত্রে ইউজ হয়। মেশিনগান মূলত ৩ প্রকার, যথা,
১. Light Machine Guns (LMG)-
নামে লাইট হলেও এগুলো কিন্তু কাজে আকারে মোটেও লাইট নয়, প্রায় গুলোর ওজন প্রায় ৮-১০কেজি, মিনিটে প্রায় ৫০০-৮০০ রাউন্ড গুলি করতে সক্ষম। হাতে বহনযোগ্য, স্ট্যান্ডের প্রয়োজন হয়না।
২. Medium Machine Gun (MMG)-
এগুলো এলএমজি অপেক্ষা শক্তিশালী, ওজনেও বেশ ভারী, এক একটির ওজন প্রায় ১০কেজির উপরে, মিনিটে প্রায় ৯০০-১০০০রাউন্ডের বেশি গুলি করতে সক্ষম, হাতে বহন যোগ্য কিন্তু বেশ কষ্টসাধ্য, স্ট্যান্ডের প্রয়োজন হয়
৩. Heavy Machine Gun (HMG)-
এগুলোর এক্সট্রিম পাওয়ার, হেভি ডিউটি সম্পন্ন। ক্যালিবার সাধারনত .50BMG হয় যা অত্যান্ত শক্তিশালী এবং বড় বুলেট। এগুলোর এক একটির স্ট্যন্ডসহ ওজন প্রায় ১৫-২৫কেজির ওপর হয়। মিনিটে প্রায় ১৫০০-২০০০ রাউন্ডের অধিক গুলি করতে সক্ষম এই ভয়াবহ মারণাস্ত্র গুলো। এগুলো হাতে বহন করা সম্ভব নয় তাই, ভুমিতে স্ট্যান্ড দিয়ে ফিট করা থাকে আর চার পাশে বালুর বস্তা ঘিরে থাকে এছাড়া বিভিন্য কনভয়/ ট্যাঙ্ক/ হেলিকপ্টার অথবা যুদ্ধ জাহাজেও ফিট করা থাকে । এর ফায়ারিং রেঞ্জ ও ১কিমিঃ এর বেশি।
Light Machine Guns (LMG)
Name:- Sterling 7.62
Specification:-
Cartridge
7.62x51mm NATO
Caliber
7.62mm
Action
Lever-delayed blowback, open bolt
Feed system
30 round L4 Bren magazines
20 round L1A1 SLR magazines
Sights
Iron
Trilux nightsight
Name:- BREN
Specification:-
Weapon type
Machine Gun
Caliber
.303 British / 7.62X51 NATO
Action
gas-operated
Overall length
1156 mm / 45.5"
Barrel length
635 mm / 25"
Weight empty
8,68 kgs / 19 lbs
Magazine capacity
30 rounds, detachable / 100 rounds, detachable pan (for AA role)
Rate of fire
~500 RPM
Maximum effective range
550 m / 600 yd
Muzzle velocity
745 m/s
Name:- FN M249 LMG SAW
Specification:-
eapon type
Light Machine Gun/Squad Automatic Weapon
Caliber
5.56 x 45 mm NATO
Action
Gas-operated, open bolt
Overall length
1041 millimeters
Barrel length
521 millimeters
Weight empty
7.5 kilograms
Magazine capacity
30 round M16 detachable box magazine, M27 linked-belt, 50, 100, or 200 round box or bagged belts
Rate of fire
750-1000 rounds per minute
Maximum effective range
1000 yards
Muzzle velocity
915 meters per second
Grenade
গ্রেনেড এর নাম এখন হয়ত সবাই শুনেছেন বা বিভিন্ন সিনেমায় এর ব্যাবহার দেখেছেন। এই ভীষণ মারণাস্ত্র এই জিনিস টি এর পরিচয় আজ আমি দেব
হাজার বছর আগে চাইনিজদের আবিস্কৃত গান পাউডার বদলে দেয় সমরাস্ত্রের ধরন। তখনকার দিনে গ্রেনেড বোমায় ব্যবহৃত হত গান পাউডার। তবে সেগুলো খুব একটা উন্নতমানের এবং নির্ভরযোগ্য ছিলনা।আর সকল প্রযুক্তির সাথে সাথে গ্রেনেডেরও উন্নয়ন ঘটানো হয়। ধীরে ধীরে এক সময় এসে এটি পূর্নতা পায়। বর্তমানে এটি যুদ্ধক্ষেত্রে অতি প্রয়োজনীয় এবং নির্ভরযোগ্য একটি অস্ত্র। দেখতে ছোট হলেও কিন্তু এর কর্ম ক্ষমতা মোটেও ছোট নয়। আতা ফলের মত ছোট্ট এই মারণাস্ত্রটির ধ্বংস ক্ষমতা আপনাদের কল্পনার ও বাইরে। এটি মুলত যুদ্ধক্ষেত্রের অস্ত্র হলেও বিভিন্ন নাশকতা মুলক কাজে এর ব্যবহার দেখা যায়। এটি শান্ত শিষ্ট একটি পরিবেশ কে ৩.৫সেকেন্ডের মাঝেই করে ফেলতে পারে নরক। আমাদের মহান মুক্তিযুদ্ধেও এর ভুমিকা ছিলো অপরিসীম, পাকিস্থানি হানাদের ভুগর্ভস্থ বাংকার গুলো ধ্বংসে এটি ছিলো অত্যান্ত কার্যকর।
কার্যপ্রক্রিয়ার উপর ভিত্তি করে গ্রেনেড প্রধানত দুই ধরনেরঃ
১. Time-Delay Grenade
২. Impact Grenade
-----------------------------------------------------------------------------------------------------------
Time Delay Grenade
এই ধরনের গ্রেনেডকে হ্যান্ড গ্রেনেডও বলা হয়। ১৯ শতকের ভয়াবহ যুদ্ধ সমূহে এ জাতীয় গ্রেনেড ব্যপক হারে ব্যবহৃত হয়েছে। টাইম ডিলে গ্রেনেড গুলো সাধারনত সেফটি পিন খুলে হাত দিয়ে ছুঁড়ে মারা হয় এবং একটি নির্দিস্ট সময় পর এটি বিস্ফোরিত হয়। এই সময়টি সাধারনত হয় ৩-৪ সেকেন্ড।
Impact Grenade
এ জাতীয় গ্রেনেড এর কার্যপ্রক্রিয়া অনেকটা উড়োজাহাজ থেকে ছুঁড়ে মারা বোমার মত। অর্থাৎ এই গ্রেনেড টার্গেটকে স্পর্শ করার পর পরই বিস্ফোরিত হয়। Impact Grenade হাত দিয়ে নিক্ষেপ করা হয় না। এটি সাধারনত গ্রেনেড লাঞ্চার থেকে নিক্ষেপ করা হয়। এছাড়াও এক ধরনের মেশিনগান রয়েছে যেটিতে সাধারন বুলেট এর বদলে ব্যবহৃত হয় ইম্প্যাক্ট গ্রেনেড বুলেট!
"Time Delay" গ্রেনেডের গঠন
আধুনিক টাইম ডিলে গ্রেনেডের সাধারনত ৩টি অংশ থাকে। যথা.......
Body
Filler
Fuse Assembly
এটিকে গ্রেনেডের ব্রেইন বলা যেতে পারে। কারন ডেটোনেশনের মেকানিজম এবং ডিলে টাইম, এটির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।
তবে কোন কারনে ভিতরের রাসায়নিক পদার্থের গুনগতমানের পরিবর্তন ঘটলে এই সময় কম-বেশি ২-৮ সেকেন্ড হতে পারে। এর মারণক্ষমতা সুনির্দিষ্ট কিন্তু ক্ষুদ্র এলাকায় সীমাবদ্ধ থাকে। (৫ মিটার ব্যাসার্ধের এলাকা) আহত করার দূরত্ব বেশ বড়, প্রায় ১৫ মিটার ব্যাসার্ধের এলাকার দূরত্বের মধ্যে থাকা ব্যক্তিদের আহত করতে পারে।
"Time Delay" গ্রেনেড যেভাবে কাজ করেঃ
Time-Delay গ্রেনেডগুলো সাধারনত খাঁজকাটা লোহার ধারক দিয়ে তৈরি হয়। এর ভেতরে একটি ফিউজ মেকানিজম থাকে এবং বাকি অংশে থাকে বিস্ফোরক পদার্থ। ফিউজ মেকানিজম সক্রিয় করার জন্য থাকে একটি Striker যেটি Striker Lever দিয়ে আটকানো থাকে।
আর লিভারটি ধরে রাখার জন্য এতে লাগানো থাকে একটি নিরাপত্তা পিন। পিনটি খুলে দিলে Striker কে ধরে থাকা লিভারটি চাপমুক্ত হয় এবং Striker ছুটে গিয়ে আঘাত করে Percussion Cap এ। এরপর এটি কেমিক্যাল মেকানিজমকে সক্রিয় করে দেয় যা কয়েক সেকেন্ড পর ডেটোনেটরকে সক্রিয় করে। ডেটোনেটর গ্রেনেড এর ভেতরে থাকা বিস্ফোরক পদার্থ সমূহকে ডেটোনেট করে এবং বোমাটি বিস্ফোরিত হয়।
Impact গ্রেনেড যেভাবে কাজ করেঃ
গ্রেনেডের সামনের অংশ অর্থাৎ ইমপ্যাক্ট ট্রিগার যখন টার্গেটকে স্পর্শ করে তখন এর সাথে লাগানো Firing Pin টি Percussion Cap কে আঘাত করে এবং ডেটনেটরটি সক্রিয় হয়ে মূল বিস্ফোরককে ডিটোনেট করে দেয়। তারপরই গ্রেনেডটি বিস্ফোরিত হয়। এই গ্রনেড টাইম ডিলেয় গ্রনেড এর মত সময় নেয় না, বরং টার্গেটকে আঘাত করার সাথে সাথেই বিস্ফোরিত হয়।
মূলত এই দুই ধরনের গ্রেনেডই রয়েছে এবং এর কার্যপ্রক্রিয়ার উপর ভিত্তি করে আরও বিভিন্ন ধরনের গ্রেনেড তৈরি করা হয়েছে। আজকে ইম্প্যাক্ট গ্রেনেড নিয়ে বেশি আলোচনা করবো না।
প্রকারভেদ.....
এই Time-Delay গ্রেনেড গুলো আবার ২ প্রকার যথা,
১. Explosive Grenades
Fragmentation Grenade
Concussion Grenade
Anti-tank Grenade
২. Chemical and Gas Grenades
Smoke Grenade
Gas Grenade
Incendiary Grenade
Chemical Grenade
Riot control Grenade
Illuminating Grenade
১. Explosive Grenades
.
Fragmentation Grenade
ফ্র্যাগ গ্রেনেড গুলো বিশেষ ভাবে বিস্ফোরিত হয়। এগুলোর ভিতরে অসংখ্য স্টিল বল বা স্পিন্টার থাকে যা বিস্ফোরনের পর চারদিক থেকে টার্গেটে বুলেটের মত আঘাত হানে। অনেকটা উপরের চিত্রের মত। যা টার্গেটকে ছিন্ন বিচ্ছিন্ন করার পাশাপাশি ঝাঁঝরা করে দেয়।
Name:- M67 Grenade
Specifications:-
Weight
14 oz (400 g)
Length
3.53 in (88 mm)
Diameter
2.5 in (64 mm)
Filling
Composition B
Filling weight
6.5 oz (180 g)
Detonation
mechanism
Pyrotechnic delay M213 fuse—4 seconds
Name:- M26 Grenade
Specifications:-
Weight
454g[1]
Length
99mm[1]
Diameter
57mm[1]
Filling
Composition B
Filling weight
164g[1]
Detonation
mechanism
Timed Friction Fuse
Name:- M9 Grenade
Specifications:-
এই গ্রেনেডটি অত্যান্ত আধুনিক এতে রিমোট ডেটোনেশনের সুবিধা আছে, এটি রিমোট বম্ব এবং গ্রেনেড হিসাবে ব্যবহৃত হয় বলে এটিকে ডুয়েল পারপাস ওয়েপন বলে।
Size Diameter: 9.5 cm (3.9 in.)[1]
Weight: .4 kg (.875 lbs)[1]
Damage Per Hit
Very High
Maximum Ammunition Four grenades in Halo: Combat Evolved and Halo 2
Two grenades in Halo 3
Three grenades in Halo 3: ODST
Fire Mode
Thrown
Ammunition Type
Fragmentation shrapnel
Filler: .19 kg of ComL High Explosive[1]
Accuracy
Depends On Throw
Range
Depends On Throw
Killing radius: 5 meters (16 ft)
Casualty radius: 15 meters (35 ft)
Name:- Mills bomb
Specifications:-
২য় বিশ্বযুদ্ধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে তুমুল জনপ্রিয় ছিলো এই গ্রেনেডটি। সুপার হেভিওয়েট এই গ্রেনেডটি শত্রু পক্ষের অনেক ব্রিজ এবং বাংকার ধ্বংসে ব্যবহৃত হয়েছিলো।
Weight
765 grams
Length
95.2
Diameter
61
Filling
Baratol
Detonation
mechanism
7 seconds,
later reduced to 4
Name:- Type 91 Grenade
Specifications:-
ভীষণ শক্তিশালী এই গ্রেনেডটি অত্যান্ত ভয়াবহ। ১০ইঞ্চি পুরু ১০ফিটের কংক্রিটের দেয়াল সম্পুর্ন উড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে এই গ্রেনেড। এর প্রথম ব্যবহার হয় জাপানে।
Weight
530 grams
Filling
TNT
Filling weight
65 grams
Detonation
mechanism
Pyrotechnic delay of 7 to 8seconds
Name:- Type 97 Grenade
Specifications:- আগের গ্রেনেডটির আরো উন্নত সংস্করন হচ্ছে এটি।
Weight
0.45 kg (16 oz)
Length
98mm (5⅞ in)
Filling
TNT
Filling weight
2.2 ounces (65 grams)
Detonation
mechanism
Pyrotechnic delay 4 to 5 seconds
Name:- Mk 2 grenade
Specifications:-
US ডিফেন্স মিলিটারির প্রিয় গ্রেনেড এটি। ইরাক আফগানিস্থান যুদ্ধে এটি ব্যপক ভাবে ইউজ হয়েছে। এর ভয়াবহতা ব্যাপক।
Weight
1 lb 5 oz
Filling
TNT or EC blank fire powder
Filling weight
2 oz
Detonation
mechanism
Timed Friction Fuse
Name:- M33 grenade
Specifications:- এগুলোও ইউএস মিলিটারিতে খুব জনপ্রিয়। সাইজে ছোট হওয়ায় সহজে বহনযোগ্য কিন্তু ধ্বংস করার ক্ষেত্রে কিন্তু এটি মোটেও ছোট নয়!
Weight
450 grams
Length
50.2
Diameter
53.5
Filling
RDX
Detonation
mechanism
4.5 sec
Concussion Grenade
আলোরন সৃষ্টিকারী এই ধরনের গ্রেনেডগুলো অত্যান্ত উচু মানের বিস্ফোরক সমৃদ্ধ। এগুলোতে কোন স্টিল বলস বা স্পিন্টার থাকে না। এর বিস্ফোরণ ক্ষমতা ফ্র্যাগ গ্রেনেড অপেক্ষা অনেক অনেক বেশি। এটি থেকে এত বেশি পরিমান শব্দ এবং বিপুল শক ওয়েভ নির্গত হয় যার ফলে কানের পর্দা ফেটে টার্গেট সম্পুর্ন বধির এবং অন্ধ হয়ে যায়। এছাড়া আশেপাশের সকল স্থাপনার কাঁচ ভেঙে যায়। তবে এর ইফেক্টিভ ব্রাস্টিং রেঞ্জ অনেক কম। Concussion ইফেক্ট Fragmentation ইফেক্ট অপেক্ষা অনেক শক্তিশালী। এছাড়া এটি পানির নিচেও বিস্ফোরিত হয় এবং পানির ঢেউ এর তীব্র আলোরন সৃষ্টি করতে পারে যা ছোট খাট ডিফেন্স পেট্রোল বোট ডুবিয়ে দিতে সক্ষম।
Name:- MK3A2 grenade
Specifications:-
এটি একটি শক্তিশালী আলোরন গ্রেনেড এর ব্রাস্টিং এরিয়া ২মিটার।
(1) Body -- fiber (similar to the packing container for the fragmentation hand grenade).
(2) Filler -- 8 ouunces of TNT.
(3) Fuze -- M206A1 or M206A2.
(4) Weight -- 15.6 ounces.
(5) Safety clip -- yes.
Name:- M3 grenade
Specifications:-
এটিও আরেক ধরনের আলোরক গ্রেনেড এটির পাওয়ার আরো বেশি। ইউএস মিলিটারিতে ব্যপক ভাবে ইউজ হয়। এর ফিলার হচ্ছে, টিএনটি। ব্রাস্টিং এড়িয়া ৪মিটার।
Anti-tank Grenade
এই গ্রেনেড গুলি ৭০-৯০টন ওজনের ট্যাংক গুলোকে মুড়ি মুড়কির মত ঊড়িয়ে দেয়। এবং প্রায় ১০০-১৫০মিটার পর্যন্ত এর ধ্বংসের আলামত রেখে যায়।
Name:- RKG 3 Grenade
Specifications:-
Weight
1.07 kg
Length
362 mm
Effective range
15–20 m
Filling
TNT/RDX with a steel lined shaped charge with 125 mm penetration of RHA and 20 m fragment radius.
Filling weight
0.567 kg
Detonation
mechanism
Impact fuze
২.Chemical and Gas Grenades
বিশেষ করে শত্রুপক্ষের আস্তানায় ঢুকার সময় এগুলো থ্রো করে আক্রমণ চালানো হয়।
Name:- M18 Colored Smoke grenade
Specifications:-
এটি একটি কমন স্মোক গ্রেনেড। প্রায় সব দেশের ডিফেন্স মিলিটারিদের কাছেই এটি আছে। এটি চারটি রঙের ধোঁয়া তৈরি করতে সক্ষম।
(1) Body -- sheet steel cylinder with four emission holes at the top and one at the bottom to allow smoke release when the grenade is ignited.
(2) Filler -- 11.5 ounces of colored smoke mixture (red, green, yellow, and violet).
(3) Fuze -- M201A1.
(4) Weight -- 19 ounces.
(5) Safety clip -- no.
(6) Capabilities -- can be thrown 35 meters by average soldier. The grenade produces a cloud of colored smoke for 50 to 90 seconds.
(7) Color/markings -- olive drab body with the top indicating the smoke color.
(8) Field expedient -- When employing the M18 or AN-M8 HC hand grenade, it may be desirable to use one of these grenades without the fuze. To do this, the following procedure should be used in combat only:
Remove the tape from grenade bottom to expose the filler.
Remove the fuze by unscrewing it from the grenade.
Ignite starter mixture with open flame.
Immediately throw the grenade to avoid burn injury.
Gas Grenade
সবচেয়ে বিপদজনক গ্রেনেড যা টার্গেট ধ্বংসের পাশাপাশি পরিবেশের ব্যপক ক্ষয়ক্ষতি করে। এগুলো থেকে নির্গত হয় বিষাক্ত গ্যাস যা মানুষের নার্ভ, চোখ, লাংস এবং স্কীনের ব্যপক ক্ষতি করে এবং টার্গেটের একটি যন্ত্রনাদায়ক মৃত্যু নিশ্চিত করে থাকে। এর প্রভাব অনেকদিন পর্যন্ত পরিবেশে থাকে এবং পরিবেশের ব্যপক দূষণ ঘটায়।........
Name:- AN-M8 HC Grenade
Specifications:-
এটি একটি মারাত্বক গ্যাস গ্রেনেড যা মারাত্বক ক্ষতিকর হাইড্রোক্লোরাইড গ্যাস নির্গত করে যা মানুষের লাংস ঝাঁজরা করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এছড়া এটি চোখের ও ব্যপক ক্ষতি করে থাকে। এটি ১০৫ থেকে ১৫০ সেকেন্ড পর্যন্ত ধোঁয়া নির্গত করতে পারে। এবং এটির হাত থেকে বাঁচতে বিশেষ গ্যাস মাস্ক ইউজ করতে হয়।
(1) Body -- sheet steel cylinder.
(2) Filler -- 19 ounces of Type C, HC smoke mixture.
(3) Fuze -- M201A1.
(4) Weight -- 24 ounces.
(5) Safety clip -- no.
(৬) Color/markings -- light green body with black markings and a white top.
Name:- MSG Grenade
Specifications:-
Weapon Type
Grenades
Damage
Area Effect
Range
Depends on Strenght
AP
14
Weight (lb)
0.3 kg
অন্যতম মারাত্বক গ্যাস গ্রেনেড হচ্ছে এটি।
Riot control Grenade
এগুলো এক ধরনের গ্যাস গ্রেনেড তবে এগুলো তে নন লিথাল কেমিক্যাল ইউজ করা হয়। সাধারনত দেশের দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের হটাতে এগুলো ইউজ করে। দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধে এটি ইউজ হয়। টিয়ার সেল ও এক প্রকার রায়ট কন্ট্রোল গ্রেনেড। এগুলো তে ইউজ হয় CS Gas যা টিয়ার গ্যাস নামে বেশি পরিচিত। এটির উপাদান 2-Chlorobenzalmalononitrile, chloropicrin সহ ইত্যাদি উপাদান যেগুলোর সংস্পর্শে এলে প্রচুর পরিমান চোখ জ্বালা শুরু হয় এবং নাক দিয়ে অনবরত পানি পড়ে এবং ভিকটিম কাবু হয়ে পড়ে।.....................
Name:- DK-500 CS gas hand grenade
Specifications:-
এটি মোটামুটি জনপ্রিয় একটি গ্রেনেড তবে আমাদের দেশে পাওয়া যায় না।
Name:- ABC-M7A3 CS Hand Grenades
Specifications:-
পশ্চিমা বিশ্বে তুমুল জনপ্রিয় এই গ্রেনেডটি। এটির ব্যবহারও তুলনামুলক সহজ।
(1) Body -- the bodies of both grenades are sheet metal with four emission holes at the top and one at the bottom.
(2) Filler -- 5.5 ounces of burning mixture and 3.5 ounces of CS in gelatin capsules in the ABC-M7A2 grenade, and 7.5 ounces of burning mixture and 4.5 ounces of pelletized CS agent in the ABC-M7A3 grenade.
(3) Fuze -- M201A1.
(4) Weight -- approximately 15.5 ounces.
(5) Safety clip -- no.
(6) Capabilities -- can be thrown 40 meters by average soldier. Both grenades produce a cloud of irritant agent for 15 to 35 seconds.
(7) Color/markings -- gray body with a red band and red markings.
Name:- ABC-M25A2 CS Hand Grenades
Specifications:-
এটিও মোটামুটি জনপ্রিয়, তবে তুলনামুলক কম ইউজ হয়।
1) Body -- compressed fiber or plastic.
(2) Filler -- CS1 varies in weight and composition according to the type of agent contained in the grenade. All fillers are mixed with silica aerogel for increased dissemination efficiency.
(3) Fuze -- integral.
(4) Weight -- 8 ounces.
(5) Safety clip -- no.
(6) Capabilities -- can be thrown 50 meters by average soldier. The radius of burst (visible cloud agent) is about 5 meters, but grenade fragments may project as far as 25 meters.
(7) Color/markings -- gray body with red band and red markings.
Incendiary Grenade
এই গ্রেনেড গুলো বিশেষ ধরনের এবং ফিল্ডে এর বহু রকম ইউজ আছে। এগুলোকে আগ্নেয় গ্রেনেড বলা হয় কারন এগুলো বিস্ফোরনের ফলে থ্রাস্ট খুব কমই সৃষ্টি হয়সবচে বেশি সৃষ্টি হয় বিপুল পরিমান তাপ (৩৫০০-৫০০০ ডিগ্রি ফারেনহাইট) যা লোহা পর্যন্ত বাস্পীভুত করে দেয় আর এ কারনেই এগুলোকে খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়। কারন সেফটি পিন একটু অসাবধানতাবশত খুলে গেলে পরিনত হতে হবে হিউম্যান গ্রিলে। এগুলোতে ইউজ হয় থার্মিট পাউডার যা হচ্ছে ধাতব অ্যালুমিনিয়াম পাউডার, গান পাউডার সহ বিভিন্ন বিস্ফোরকের আনুপাতিক মিশ্রণ যা উচ্চ তাপমাত্রা সৃষ্টি করতে সক্ষম। শত্রু পক্ষের প্রয়োজনীয় ধাতব যন্ত্রপাতি গলিয়ে ধ্বংস করতেও এর বহুল ব্যবহার হয়। এই গ্রুপের সব গ্রেনেড একই প্রকৃতির এবং স্প্যাসিফিকেশন মোটামুটি একই.
Name:- AN-M14 TH3 incendiary hand grenade
Specifications:-
US আর্মিতে তুমুল জনপ্রিয় এই গ্রেনেডটি। এটি বিস্ফোরনের সময় আশেপাশের ২মিটার এলাকায় ৪০০০ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার সৃষ্টি করে যা লোহা পর্যন্ত বাস্পীভুত করে ফেলে।
শত্রুপক্ষের ভেইকেল, ওয়েপন সিস্টেম, শেল্টার অথবা বাংকার পুড়িয়ে ছাই করে ফেলে। শত্রুপক্ষের কাছে এক মুর্তিমান আতঙ্কের নাম এটি। নিক্ষেপকারীকে ও খুব সাবধানে এটি নিক্ষেপ করতে হয়।
(1) Body -- sheet metal.
(2) Filler -- 26.5 ounces of thermate (TH3) mixture.
(3) Fuze -- M201A1.
(4) Weight -- 32 ounces.
(5) Safety clip -- no.
Chemical Grenade
গ্যাস গ্রেনেডের মত এই কেমিক্যাল গ্রেনেড গুলো অত্যান্ত ক্ষতিকর এবং পরিবেশের ব্যপক ক্ষয়ক্ষতি করে থাকে। কেমিক্যাল গ্রেনেডে ইউজ হয় অত্যান্ত বিষাক্ত ক্ষয়কারক সব ক্ষতিকর কেমিক্যাল যা টার্গেট ধ্বংসের সাথে সাথে পরিবেশের ব্যপক দুষন ঘটায়। সম্প্রতি কিছু কিছু দেশ এইসব কেমিক্যাল ওয়েপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
গ্রেনেডের বিস্ফোরনও অত্যান্ত ভয়াবহ। এর ২০মিটার ব্যসার্ধের এরিয়ায় যে থাকবে তার মৃত্যু সুনিশ্চিত।
Name:- M34 White Phosphorous grenade
Specifications:-
এটিও আরেকটি জনপ্রিয় ফসফরাস গ্রেনেড তবে এর ব্যবহার তুলনামুলক কম।
Body. The M34 WP grenade body is compressed fiber or plastic sphere.
Filler. The filler has 15 ounces of white phosphorous.
Fuze. The fuze is an M206A2.
Weight. The grenade weighs 27 ounces.
ame:- MH 214 Acid Grenade
Specifications:-
এই গ্রেনেডটি তেমন জনপ্রিয় নয় তবে মারাত্বক। কিছু দেশে এর ইউজ আছে তবে তেমন একটা ব্যবহার হয় না।
এর ফিলার হচ্ছে অত্যান্ত ঘন প্রায় জেলির মত ফিউমারিক সালফিউরিক এসিড। যা চামড়া পুড়িয়ে দেবার সাথে সাথে এর ধোঁয়া লাংসের ব্যপক ক্ষতি করে। এই গ্রেনেডও খুব সাবধানে হ্যান্ডেল করা লাগে।
Body. The MH 214 Acid Grenadebody is compressed fiber or plastic sphere.
Filler. The filler has 250ml of sulfuric Acid .
Fuze. The fuze is an M206A2.
Weight. The grenade weighs 40 ounces.
Illuminating Grenade
এগুলো বিশেষ ধরনের গ্রেনেড। এগুলো ডেটোনেশনের সাথে সাথে তীব্র আলোর ঝলকানিএবং ১৭০-১৯০ডেসিবল শব্দ উৎপন্ন করে
যা টার্গেট কে সম্পুর্ন রুপে হতভম্ব করে দেয় এবং শ্রবণশক্তি কয়েক মিনিটের জন্য স্তব্ধ করে দেয়। তবে এই ক্ষতি সাময়িক, কিছুক্ষন পর ঠিক হয়ে যায়। এছাড়া অন্ধকার ফিল্ডে আলোর উৎস হিসাবে এটি ইউজ হয়।
Name:- XM84 Stun Grenade
Specifications:-
সবচে বেশি জনপ্রিয় ফ্যাশ গ্রেনেড বেশিরভাগ দেশের ডিফেন্স মিলিটারি এটি ইউজ করে থাকে।
Weight
8.33 ounces (236 g)
Length
5.25 inches (133 mm)
Diameter
1.73 inches (44 mm)
Filling
magnesium/ammonium nitrate pyrotechnic mix
Filling weight
0.16 ounces (4.5 g)
Detonation
mechanism
M201A1 time-delay fuse (1.0 to 2.3 seconds)
Blast yield
170–180 dB and 6–8 million Candela within a 5-foot (1.5 m) radius
Name:- M70 FB FLASH BANG
Specifications:-
Damage Per Hit causes intense flash of light and a loud bang
results in temporary blindness, deafness, and disorientation, but no permanent damage.
Usage
Era(s)
Necros War
Affiliation
UNSC
----------------------------------:END:--------------------------------
তথ্য সূত্র :-ইন্টারনেট
আপনাদের ভালো লেগে থাকলে কমাণ্ট করুন মনযোগ দিয়ে ধৈর্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ।